বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক দু,টি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজনে কৃষি অফিস ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার সহযোগিতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে ৩০ জন অফিসার ও এসপিএমপি’র কার্যালয়ে ৩০জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে পৃথক দু,টি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
সমাপনি দিনে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.দা.) মোঃ মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন প্রমুখ।