কৃষক বাচাঁও, দেশ বাচাঁও, স্লোগান নিয়ে ধানসহ ফসলের লাভজনক দাম, কৃষি কার্ড, ইউনিয়রন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়সহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।
গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা রাস্তায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা কমরেড এম এ মোতিন মোল্লা, জাতীয় কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লুৎফর রহমান, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেন।