গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২ ডিসেম্বর হানাদার মক্ত দিবস পালল উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভা বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালন করেন।
কর্মসুচীর মধ্যে ছিল, জাতীয় ও পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুর্তিকৃত্তিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন , র্যালী এবং আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃঞ্চ বর্মন এর সভাপতিত্বে উপজেলা বিডি হলে ও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে পৃথক পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, সহ সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক গাইবান্ধা জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভাঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্র নেতা জালাল উদ্দিন রুমী প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।