গাজীপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম বলেছেন, অপরাধীরা যত শক্তিশালী এবং তাদের হাত যত লম্বা হউক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালানো হবে। তৃণমূল জনপ্রতিনিধি ও সাধারণ জনগনের সহযোগিতা পেলে নিশ্চয়ই তা সম্ভব। এলাকার যে কোন সমস্যা আপনাদেরই সমাধান করতে হবে, তবে এব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া থানায় ‘ওপেন হাউজ-ডে’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সার্বিক পরিচালনায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লা, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, রায়েদ ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম মোল্লা হিরন, সনমানিয়া ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন মাস্টার, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মজিবুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, মজিবুর রহমান, আকরাম হোসেন রিপন, ইউপি সদস্য বিলকিছ বেগম, কারিমা বেগম, খলিলুর রহমান প্রমুখ ।
অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম আরো বলেন, যুব সমাজকে কাজে লাগিয়ে মাদক নির্মূল করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানী, রাহাজানী, মাদক, নারী নির্যাতন, বাল্য বিয়ে রোধ, ইভটিজিংসহ সকল অপ-কর্ম দূর করতে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ দরকার।
ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ অ্যাড. মো: আমানত হোসেন খান বলেছেন, এক সময় মাদক ব্যবসায় সহায়তার জন্য পুলিশ সদস্যদের দূর্নাম ছিল, এখন অনেকটা কমে এসেছে। এলাকায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এর জন্য চালক-যাত্রী সকলের আরো বেশী সচেতন হতে হবে। সিএনজিতে চালকের দুই পাশে যাত্রী নেয়া বন্ধ করতে হবে। কাপাসিয়া সদরে বাজার এলাকায় যানজট নিরসন, পরিবেশ দূষন, সরকরী গজারী গাছ কেটে পাচার, সরকারী অফিসে ঘুষ, দূর্নীতি, ভূয়া জন্মসনদ তৈরী করে বাল্যবিয়ে সহ সকল ক্ষেত্রে প্রত্যেককে কার্যকর ভূমিকা রাখতে হবে।