শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এই তথ্য জানিয়ে বলেন, আজ সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৫ ডিগ্রি। এদিকে চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার শীতার্ত মানুষের মাঝে বিতরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ভা-ার থেকে ৪ হাজার ৬৮০ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। তাছাড়া দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে ১ হাজার ১১১ টি কম্বল বরাদ্দ এসেছে।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি উপজেলার ৯ ইউনিয়নে কম্বল বিতরন করে যাচ্ছেন।
এদিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশী থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে শীত বাড়তে থাকে। তবে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা বেশী। রাতে কুয়াশাও পড়ছে। এদিকে চা-শ্রমিকদের মধ্যেও কম্বল বিতরন অব্যাহত রয়েছে।