নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় আল মাহতাব হোসেন আরিয়ান (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বাংলা বাজার টু সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মাহতাব হোসেন আরিয়ান মুছাপুর ইউপির ৫নং ওয়ার্ডের জসিম উদ্দিন’র ছেলে এবং একই এলাকার ওসমানীয়া নূরানী মাদ্রাসার শিশু জামাতের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আরিফুর রহমান অটোরিকশা চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।