কুমিল্লার হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সদরে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে র্যালি প্রদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ ও ‘সত্য-মিথ্যার যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, হোমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রসুল, খাদ্য পািরদর্শক আবদুর রহিম মিজি প্রমুখ।