রাজবাড়ীতে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর থানা পুলিশ এ তথ্য জানান।
আটককৃতরা হলো, সদর উপজেলার শাইলকাঠি এলাকার সরোয়ার সরদারের ছেলে সোহরাব সরদার (২৮) ও মজলিসপুরের ফয়জউদ্দিন শেখের ছেলে মিজানুর রহমান (২৯)
সদর থানা সুত্রে জানাগেছে, গতকাল রাত ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যানপুর এলাকা থেকে মোটর সাইকেল ছিনতাইকালে দুই ছিনতাই কারীকে আটক করেন। এ সময় ছিনতাইকারীদের একটি পালসার ও ছিনতাই হওয়া প্লাটিনা মোটর সাইকেল জব্দ করা হয় এবং রাজাপুরের সুমন খান নামের এক ছিনতাইকারী পালিয়ে যায়। এ ঘটনায় ছিনতাই হওয়া মোটর সাইকেলের মালিক সাহেব আলী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
অভিযোগকারী সাহেব আলী জানান, তিনি ভাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন করেন। গতকাল রাতে ৯টার দিকে পাংশা থেকে ৫০০ টাকা ভাড়া মিটিয়ে গোয়ালন্দ মোড়ের উদ্দোশ্যে যাচ্ছিন। কল্যানপুর এলাকায় গেলে একটি কালো পালসার নিয়ে ৩ জন তাদের গতিরোধ করে যাত্রীকে রাস্তার পাশে নিয়ে মারধর করে। পড়ে তার বাজাজ কোম্পানির প্লাটিনা মোটর সাইকেল ছিনিয়ে নেবার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পুলিশ আসলে ৩ জনের ২ জনকে পুলিশ ধরেন এবং ১ জন পালিয়ে যায়। এ ঘটনায় ৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুদার এর সত্যতা নিশ্চিত করেছেন।