“সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেট শেয়ার পরে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, কসবা থানার সেকেন্ড কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কসবা আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম রঙ্গু, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু ইউসুফ ভুইয়া। বক্তব্য রাখেন রামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আক্কাস মিয়া।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকপর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের কর্মচারীগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।