বাগেরহাটের চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের এক বিধবার বসত-বাড়ি দখল করার পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। ওই মহলের নের্তৃত্বদানকারী ইদুল মোল্লা বিধাবকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য গত সোমবার সকালে লোকজন নিয়ে তার জায়গা দখল করতে হামলা চালায়। এসময় বিধবা পান্না বেগম স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে প্রতিপক্ষকে হটিয়ে দেয়।
পরবর্ত্তীতে পান্না বেগম বাদী হয়ে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ইদুল মোল্লাকে বিবাদী কওে ১৪৪ধারা জারি করেছেন। (মামলা নং- ১২০/২০১৯,) মামলাটির বিষয়ে আদালত চিতলমারী থানার অফিসার ইনচার্জকে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে নির্দেশ দিয়েছেন।
নালিশী জমির পরিমান ৬১ শতক; দাগ নং- ৭৬৯/৭৭৪, বাটা ১৫৪ দাগের থেকে ৬১ শতক জমি ক্রয় করে প্রায় ২৫ বৎসর ধরে ভোগ দখল করে আসছেন বাদী পান্না বেগম।