লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর তহসিলদারকে ম্যানেজ করে প্রভাবশালী ব্যক্তি ভুমি অফিস চত্তরে নির্মান সামগ্রীর স্তুপ রেখে বহুতল ভবন নির্মান করছে। এতে পৌর তহসিল অফিসে নানা কাজে আগত ভুমির মালিকরা সমস্যা পোহাতে হচ্ছে।
সুত্রে জানায়,রামগঞ্জ বাস স্ট্যান্ডের ব্যবসায়ী শেখ সাদি পৌর তহসিলদার আব্দুর রহিম চৌধুরীকে ম্যানেজ করে পৌর ভুমি অফিস চত্তরে নির্মান সামগ্রী রেখে পৌর ভুমি অফিসের সামনে দীর্ঘ কয়েক মাস যাবত বহুতল ভবনের নির্মান কাজ করছে। নির্মান শ্রমিকেরা মিক্সার মিশিন চালানো এবং বালু,সিমেন্ট মিশানোর কারনে ভুমি অফিসে খাজনা,জমা খারিজ সহ বিভিন্ন কাজে আসায় ভুমির মালিকরা নানা সমস্যা পোহাতে হচ্ছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্যে নানা ভাবে বাধাগ্রস্থ এবং স্থানীয় বসবাস কারীদের সন্তানদের পড়া-লেখাতে বিঘœ গড়ছে। এব্যাপরে জানতে চাইলে নির্মানাধীন ভবনের মালিক শেখ সাদী বলেন,সংশ্লিষ্ঠদের ম্যানেজ করেই সরকারী অফিস চত্তরে মালামাল রেখে ভবন র্নিমান করছি। পৌর ভুমি অফিসের তহসিলদার আব্দুর রহিম চৌধুরী বলেন,অফিসের সামনে নির্মান সামগ্রী রেখে ভবন নির্মানের বিষয়টি একাধিকবার উধর্কতম কতৃপক্ষকে জানিয়েছি। তাছাড়া আপনার ভবনের কাজ যদি হতো,তাহলে কী করছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হুমায়ুন রশিদ বলেন,শ্রীঘ্রই এব্যাপাওে ব্যবস্থা নেওয়া হচ্ছে।