বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদের আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে তিনি ওই মনোনয়ন পত্র জমা দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বিগত ১৯৭৩ সালের পর থেকে উক্ত নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের কোনও দলীয় প্রার্থী সংসদ সদস্য হতে পারেন নি। নির্বাচিত হলে আমার প্রথম দায়িত্ব থাকবে কালুরঘাট নতুন সেতুটি দৃশ্যমান করা।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন প্রমুখ। এছাড়াও গত ১১ডিসেম্বর বিকালে একই আসনে উপ নির্বাচনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশে নির্বাচনী পরিবেশ ধ্বংস হয়ে গেছে। তবুও আশা করছি এবার নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সঠিকভাবে জনমতের প্রতিফলন ঘটবে। উল্লেখ্য, এই আসনে ১শ’৮৯টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৯শ’৮৮। আগামী ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। গত ৭ নভেম্বর ভারতে জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল এমপির মৃত্যুর পর আসটি শূন্য ঘোষণা করা হয়।