শ্রীমঙ্গলে ২০১৯-২০২০ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন হয়েছে। আজ সকাল ১১টায় শ্রীমঙ্গল খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা খাদ্য কর্মকর্তা তকবির হোসেন, ওসি এলএসডি মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো: ছালিক আহমদ প্রমুখ।
প্রসঙ্গত শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদাম আগামী ২৮শে ফেরুয়ারী পর্যন্ত ২৬ টাকা কেজি দরে উপজেলার ১২৪৯ জন কৃষকের কাছ থেকে ১৭২৫ মেট্রিক টন আমন ধান ক্রয় করবে।