বেড়ে গেছে বিভিন্ন ওষুধের দাম। কিন্তু বিষয়টি নজরে পড়েনি খোদ ঔষধ প্রশাসনেরও। ওষুধ প্রস্তুতকারীদের কেউ বলছে, অন্যের দেখাদেখি তারা দাম বাড়িয়েছে। কেউ বলছে, ডলারের মূল্য বৃদ্ধি বা উন্নত দেশ থেকে মানসম্পন্ন কাঁচামাল আনার খরচের কথা। অপসোনিন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা কখনোই আগে কোনো দাম বাড়াই না। আগে অন্যরা বাড়ায়, তারপর আমরা বাড়াই।’
এতো দেখা যায় সাধারণ কোনো মানুষের প্রলাপ নয়! কারো যেনো কোথাও দায়বদ্ধতা বা জবাবদিহিতা নেই! যে যেভাবে পারো কামাও! আরো বিস্ময়কর বিষয় হলো, ওষুধের দাম বাড়ার ব্যাপারে ধারণা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানেরও। তিনি এমন দাম বৃদ্ধির বিষয়টি বিশ্বাসযোগ্য মনে করেন না জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি খোঁজ নিচ্ছি, যদি এমন অসম্ভব কিছু হয়ে থাকে সে জন্য অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’ মহাপরিচালক বলেন, ‘...কোনো কোনো কোম্পানি হয়তো গত কয়েক বছরে যেসব ওষুধের দাম বাড়ায়নি, তারা কেউ হয়তো পুরনো ওষুধের দাম কিছুটা বাড়াতে পারে।’ তাহলে আমরা দেখলাম, ওষুধ কোম্পানিরও ‘দরিয়াভরা’ দয়া-মায়া! কয়েক বছর ধরে দাম বাড়ানোর কথা ছিলো, কিন্তু বাড়ায়নি।
ঔষধ প্রশাসন ও প্রস্তুতকারীরা যেনো ‘উদ্ভট এক উটের পিঠে চড়ে’ জনগণের ওপর লাঠি ঘোরাচ্ছে! শুধু লাঠি ঘোরাচ্ছে তাই নয়, কথায়ও কোনো সাজগোজ নেই! অন্যদের দেখাদেখি কেন দাম বাড়াবেন? এ প্রশ্নের জবাবে অপসোনিনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘অন্যদের চেয়ে দাম কম রাখলে সবাই মনে করে, আমার প্রডাক্টের মান ভালো নয়, নিম্নমানের। তাই আমরা দাম সমন্বয় করে নেই...।’
১৯৮২ সালে প্রণীত ওষুধনীতি অধ্যাদেশের মূল কথা ছিল, ‘ওষুধের মান নিশ্চিত করবে কোম্পানি। নজরদারি ও সব ওষুধের দাম নিয়ন্ত্রণ করবে সরকার’। কিন্তু ১৯৯৪ সালের তৎকালীন সরকার বড় রকমের একটি ভুল করে বসেন। এর ফলে ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকার থেকে কোম্পানির হাতে চলে যায়। বর্তমানে নিয়ন্ত্রণহীনতার কারণে ওষুধের দাম দেশের মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে। আমরা আশা করি, সরকার দ্রুত স্বাস্থ্যনীতি কার্যকর ও ১৯৮২-এর ওষুধনীতিতে ফিরে যাবে। আমরা ব্যবসায়ীদের লাভের বিরুদ্ধে নই। সরকার উৎপাদককে যথাসম্ভব বেনিফিট দেয়ার সাথে জনস্বার্থেরও সুরক্ষা করবে। আমরা এখনো ভুলিনি, কয়েক বছর আগে একটি কোম্পানির তৈরি ‘প্যারাসিটামল’ সেবনে শতাধিক শিশুর মৃত্যু হয়েছিল।
এছাড়া সরকারকে এখনই ওষুধের কাঁচামাল দেশে তৈরির ব্যবস্থা করতে হবে। কারণ, ২০২৫ সালে বাংলাদেশ যখন উন্নত দেশের মর্যাদার দিকে অগ্রসর হবে, তখন নানাবিধ নিয়মকানুনের সম্মুখীন হতে হবে। এখনই সতর্ক না হলে, পেঁয়াজের দামের মতো লাফঝাঁপে পরে সরকারকে নাকানি-চুবানি খেতে হবে। এই মুহূর্তে ওষুধের দাম বাড়ানোর মতো কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। একেবারেই অহেতুক দাম বাড়িয়েছে একশ্রেণির ওষুধ কোম্পানি। সরকারের উচিত বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা।