দুর্নীতির সাথে সম্পৃক্ত এমন কোন ব্যক্তিকে দলের কোথাও যেন স্থান না পায়। দুর্নীতি বলতে শুধু টাকার দুর্নীতি নয়, বিচার সালিস করে কাউকে জিতিয়ে দেওয়াও এক ধরনের দুর্নীতি। তাই এসকল লোকদের দলের কোথাও স্থান দেওয়া যাবে না। তারা যদি দলে স্থান না পায় তবে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গতাজের সোনার বাংলা গড়তে পারব। কাপাসিয়ার ১১টি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে দূর্গাপুর ইউনিয়নে ১১ ডিসেম্বর বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
রাণীগঞ্জ হাই স্কুল মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি বিনোদ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ গাফফারের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
সিমিন হোসেন রিমি আরো বলেন, তরুণদের ভাল কাজ করতে শেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে রাজনীতি মানে জনগনের সেবা করা, তাদেরকে কোন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হতে দেয়া যাবেনা, তবেই তারা দূর্নীতি মুক্ত হয়ে বেড়ে উঠবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মোঃ আমানত হোসেন খাঁন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লষ্কর মিঠু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ। সম্মেলনে বিনোদ চন্দ্র সরকার সভাপতি ও শামসুল হক লালমিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন।