টঙ্গীতে ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে দুই সহোদর বোন গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা (নং-১০, তাং-১০/১২/২০১৯ই) দায়ের করা হলে র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শরিফ হোসেন (২২) ও মমিন মিয়া (২৪)।
র্যাব-১ জানায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে দুই সহোদর কিশোরী (১৮) ও তার ছোট বোন কিশোরী (১৭) তাদের ফুফাতো ভাই জয়নাল মিয়ার সাথে দেখা করতে টঙ্গীতে আসে। টঙ্গী বাজার আসার পর জয়নাল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেলে তারা তুরাগ নদীর পার্শ্বে তার জন্য অপেক্ষা করতে থাকে। এসময় তাদেরকে দেখতে পেয়ে নাঈম, রাসেল, শরীফসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন তাদের সাথে যাওয়ার জন্য ভিকটিমদের চড়-থাপ্পড় মারতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে ওই দুই বোনকে জোরপূর্বক হাজীর মাজার বস্তির পিংকি গার্মেন্টস এর পিছনে দক্ষিণ পার্শ্বে ফাকা জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে খবর পেয়ে র্যাব-১ এর সদস্যরা ওইদিন রাত সাড়ে ১১টায় হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে আসামীদ্বয়কে গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শরিফ ও মমিন আরও জানায়, তারাসহ তাদের অপর সহযোগী পলাতক নাঈম, রাসেল, আবুল হোসেন ও আরাফাত মিলে ওই দ্ইু বোনকে টঙ্গী বাজার তুরাগ নদীর পাড় থেকে জোরপূর্বক নৌকায় তুলে টঙ্গী ইজতেমা মাঠের নির্জন জায়গায় নিয়ে যায়। আসামীরা প্রথমে ভিকটিমদ্বয়কে জোরপূর্বক দেশীয় চোলাই মদ এবং মদের সাথে যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ায়। পরবর্তীতে তারা যখন স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন সকল আসামীরা মিলে তাদেরকে উপর্যুপরি জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিমদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারীরা দৌড়ে পালিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বলেন, এঘটনায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।