মুন্সীগঞ্জের গজারিয়ায় মোঃ মান্না, নামে ব্যাটারি চালিত রিক্সা চালক চারদিন ধরে নিখোঁজ। গত ০৮ ডিসেম্বর, ২০১৯ ইং তারিখ রোজঃ রোববার সন্ধা আনুমানিক সাড়ে ৬ টার দিকে উপজেলার গজারিয়া বাজার থেকে স্থানীয় এলাকার তিন জন যাত্রী নিয়ে পাশর্^বতী হোসেন্দী ইউনিয়নে জামালদী বাস স্ট্যান্ডে যাওয়া পথে আর বাড়িতে ফেরেনি মিশুক চালক মোঃ মান্না। নিখোঁজ মিশুক চালক মোঃ মান্না উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিন ফুলদী গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজের মা মোসাঃ খাদিজা বেগম বাদী হয়ে সোমবার সকালে গজারিয়া থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। যার জিডি নং ৩১২ তাং-০৯-১২-২০১৯ ইং। এ ব্যাপারে নিখোঁজ মিশুক চালকের মা মোসাঃ খাদিজা বেগম জানান, প্রতিদিনের মত আমার ছেলে গত রোববার বিকালে মিশুক নিয়ে বাড়ী থেকে বের হয়। গজারিয়া বাজার থেকে গজারিয়া গ্রামের একাধিক মামলার আসামী। আমানুল ইসলামের ছেলে হিমু , গোসাইরচর গ্রামের স্বপনের ছেলে রাব্বী, রঘুরচর গ্রামের হোসেন শাহ্’র ছেলে সাইফুল তিন জন যাত্রী নিয়ে পাশর্^বতী হোসেন্দী ইউনিয়নে জামালদী বাস স্ট্যান্ডে যাওয়ার পথে আর বাড়িতে ফেরেনি মিশুক চালক মোঃ মান্না। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, থানায় জিডি হয়েছে। বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।