কচুয়ায় ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষিত, থানায় মামলা। পুলিশ জানায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের জোবাই গ্রামের দিদারুল ইসলামের মেয়ে ৫ম শ্রেনীর ছাত্রী(১২)কে গত শনিবার সকাল সাড়ে ১১টায় প্রতিবেশী সাইদুর সরদার(২৩)ধর্ষন করেছে।আর এই অনৈতিক কাজে সহযোগিতা করেছে মামা শামীম সরদার(৩২) মামানী জাহেদা বেগম(২৬)। সাইদুরের মামা -মামী মোবাইল দেখানোর কথা বলে ঘরে নিয়ে, ফুসলিয়া ধর্ষন করেছে বলে থানায় মামলা করেছে ধর্ষিতার মা আফরোজা বেগম। ধর্ষিতার মা আফরোজা বেগম আমাদের প্রতিনিধিকে জানান, তিনি প্রতিদিনের ন্যায় রাস্তার কাজে গত শনিবারও চলে যান, কিছুক্ষন কাজ শেষে নাস্তা খেতে বাড়ি আসেন, বাড়িতে এসে মেয়েকে না দেখে মা আফরোজা পার্শবর্তী প্রতিবেশী শামীম সরদারের ঘরে ঢুকে দেখতে পাই যে, শামীম ও স্ত্রী জায়েদা বেগম মোবাইল দেখছে ১টি রুমে, আর পার্শবর্তী ১টি রুমে সাইদুর আমার মেয়ের সংগে অনৈতিক কাজ করছে। বিষয়টি দেখে আফরোজা এলাকাবাসীকে জানায় এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ২০০৩এর ৯(১)/৩০ধারায় থানায় মামলা করেন।মামলা নং-০৬,তারিখ-১১-১২-১৯।