ঢাকা-মাওয়া সড়কের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে গুরুতর আহত হয়েছেন ৮জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুচিয়া মোড়া ব্রীজ সংলগ্ন ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে উপজেলার রাজানগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারেস মিয়া (৬০) হাসপাতালের আইসিইতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকা গামী দোলা পরিবহন ঢাকা মেট্রো-ব ১৪-৬২১৩ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ব্রীজের রেলিংয়ের রড ওভারটেক করে লোকাল রোডে ব্যাটারী চালিত ইজিবাইকের উপরে প্লটখেয়ে খাদে যায়। এতে ইজিবাইকের চালকসহ ৩ জন ও বাসে থাকা ৪ যাত্রী এবং রাস্তায় অপেক্ষমান যাত্রী হারেস আহত হয়। তারা আরো জানায় লেন পরিবর্তন ও সাইনবোর্ড না লাগানোর কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে।
হাসাড়াঁ হাইওয়ে থানার ওসি আবুল বাসেদ জানান, মাওয়া হতে ঢাকা গামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পরে। গুরুতর আহত ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস গাড়ীটি উদ্ধার করে, এখন আমাদের হাইওয়ে থানা পুলিশের নিয়ন্ত্রণে আছে। কোন নিহতের খবর পাইনি।