ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার দিনগত রাতে তাদের কোলা বাজার ও মায়ধরপুর গ্রাম থেকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফজুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মায়ধরপুর থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের নটোবর মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল(৩৩) কে আটক করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার কোলা বাজার থেকে ১শ গ্রাম গাজাসহ উপজেলার বড় ডাউটি গ্রামের আব্দুল মান্নান মোল্ল্যার ছেলে রাকিবুল ইসলাম(২০) কে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক ধারায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।