ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল জেলার শ্রেষ্ট সাংবাদিক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত জেলার একমাত্র প্রধান দৈনিক নবচিত্র পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই সম্মানে ভুষিত করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি এস এম মাহফজুর রহমান, ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমন্ডার হেলাল উদ্দীন সরদার, হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন,অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু প্রমুখ।
অনুষ্ঠানে পেশাদারিত্বে ধারাবাহিক অবদান রাখায় সিনিয়র সাংবাদিক আসিফ কাজলকে শ্রেষ্ট সাংবাদিক হিসেবে পুরস্কারে ভুষিত করা হয়। এ সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ক্রেস্ট হাতে তুলে দিয়ে সাংবাদিক আসিফ কাজলকে অভিনন্দন জানান।