ঝিনাইদহের কালীগঞ্জে কটন মিলের ফ্যানে জড়িয়ে ফরিদা খাতুন (৩৫) নামে এক নারী শ্রমিকের মুত্যু হয়েছে। নিহত ওই নারী শ্রমিক কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের মৃত্যু নুর হোসেনের স্ত্রী। ফরিদা নিহত হওয়ার মাত্র একদিন আগে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুরে অবস্থিত মডার্ন কটন মিলে যোগ দিয়েছিল। তার স্বামী এক বছর আগে মারা যায়। তাদের ফয়সাল নামে ১৫ বছরের এক ছেলে ও পুতুল নামে সাত বছরের এক মেয়ে রয়েছে।
ফয়সাল এবার জেএসসি পরীক্ষা দিয়েছে ও পুতুল শাহপুর-ঘিঘাটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। তাদের সাথে কথা বলে জানা যায়, মা সকালে আমাদের জন্য রান্না করে রেখে কটনমিলে যায়। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে খবর আসে মা মারা গেছে।
সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যেয়ে মিলটি বন্ধ পাওয়া যায়। এদিকে মিল কর্তৃপক্ষ ওই নারী শ্রমিক স্ট্রোক করে মারা গেছে বলে প্রচার করছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন শাফায়েত বলেন, মারা যাওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়। সে কিভাবে মারা গেছে তা আমরা জানি না। রেকর্ড বইয়ে শুধু মারা যাওয়ার পর হাসপাতালে আনা হয় এটাই উল্লেখ রয়েছে।
এদিকে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলছেন, নিহত ওই নারী শ্রমিক অসুস্থ ছিল। সকালে মিলে এসে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর মারা যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে বলে জানান।