আশাশুনি উপজেলার শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জন প্রতিনিধিদের হাতে ৫ হাজার ৬০ পিচ কম্বল হস্তান্তর করা হয়েছে। আরও ১০০০ পিচ কম্বল এসে পৌছেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রান তহবিল হতে আশাশুনি উপজেলার জন্য ৫০৬০ পিচ কম্বল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান প্রতিটি ইউনিয়নে ৪৬০ পিচ করে ১১ ইউনিয়নে উক্ত কম্বল হস্তান্তর করেছেন। ইউপি চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের অনুকূলে বরাদ্দকৃত কম্বল অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করছেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে আরও ১০০০ পিচ কম্বল আশাশুনিতে এসে পৌছেছে।