শহীদ বুদ্ধিজীবি সাংবাদিক নিজামউদ্দিন আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুগান্তকারী ভুমিকা রেখেছেন। শহীদ সাংবাদিক নিজামউদ্দিন আহমদ ১৯২৯ সালের সেপ্টেম্বরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা সিরাজুল ইসলাম এবং মা ফাতেমা বেগম। কাজির পাগলা এ, টি ইনস্টিটিউশনে দশম শ্রেনি পর্যন্ত অধ্যয়নের পর ১৯৪৬ সালে ভাগ্যকুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হন মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে। জগন্নাথ কলেজ থেকে ১৯৫২ সালে ¯œাতক পরীক্ষায় উত্তীর্ন হন। ছাত্রজীবন থেকেই অত্যন্ত সক্রিয়ভাবে রাজনীতি ও সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। বিবিসির সংবাদদাতা হিসেবে তার পাঠানো সংবাদ বেতারে শোনার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকত এদেশের মুক্তিপাগল সাধারন মানুষ। তার নির্ভীক সংবাদ পরিবেশন মুক্তিযুদ্ধে প্রানপনে অবতির্ন হওয়ার সাহস সঞ্চার করতে বলিষ্ঠ ভুমিকা রেখেছিল।
১৯৬১ সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান মৌলিক গনতন্ত্রেও অধীনে নির্বাচন দিলেন। নিজামউদ্দিন আহমদ সে নির্বাচনে অংশ নিলেন কনভেনশন মুসলিম লীগের প্রর্থী হিসেবে। একজন দক্ষ জনসেবক হিসেবে পশ্চিম বিক্রমপুর (শ্রীনগর-লৌহজং ) আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
৫২র ভাষা আন্দোলন, ৫৪র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২র শিক্ষা আন্দিালন, ৬৬র ছয়দফা, ৬৯র ছাত্রদের ১১ দফা ও গনঅভ্যুথ্থানে সক্রিয়ভাবে সমাপৃক্ত ছিলেন তিনি। প্রানবন্ত,উচ্ছল ও অসাধারন ব্যক্তিত্বের অধিকারী এই মহান সাংবাদিক ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অবস্থায় করাচির সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট –এ সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দৈনিক মিল্লাত ও দৈনিক আজাদ, ঢাকা টাইমস,পাকিস্তান অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বার্তা সংস্থা এপিপি, ইউপিআই, পিপিআই, রয়টার, এএফপি এবং বিবিসিতেও সংবাদদাতা ছিলেন। যুদ্ধ চলাকালীন ঢাকায় তখন বিদেশি গনমাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি ছিলেন। নিজামউদ্দিন আহমদ তাদেও প্রতিদিনই জানাতেন গনহত্যার সর্বশেষ খবর। তিনি দেশের অভ্যন্তরের ঘটনা ও যুদ্ধেও যাবতীয় বর্ননা নিয়মিত বিবিসিকে সরবরাহের পাশাপাশি বিদেশি গনমাধ্যমকে জানাতেন, যা বিভিন্ন দেশে বাংলাদেশের স্বধীনতা যুদ্ধের পক্ষে জনমত গঠনে বিশেষ ভুমিকা রাখে।
তিনি ১৯৫৮ সাল পর্যন্ত এপিপির পূর্ব পাকিস্তান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর পিপিআইর পূর্ব পাকিস্তানের প্রথম ও একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন। ১৯৬৪ সালে তিনি এর সম্পাদক এবং পরে মহাব্যবস্থাপক নিযুক্ত হন। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি বিবিসির সংবাদদাতা ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশনের কারনে বিবিসি কর্তৃপক্ষ তার জীবনের নিরাপত্তা পসঙ্গে একটি মন্তব্য অনুষ্ঠান প্রচার করেছিল। সরকার ১৯৫২ সালে তাকে মরনোত্তর একুশে পদকে ভ’ষিত করেছে।
১৯৭১ সালের ১২ ডিসেম্বর পুরান ঢাকার ১২/সি, রোকনপুরের বাসা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর বাহিনী তাকে তুলে নিয়ে যায়।এর পর থেকে তাকে আর কোথাও খূঁেজ পাওয়া যায়নি। ১৬ ডিসেম¦র বিজয় লাভের পর তার স্বজনেরা রায়েরবাজার ইটভাটা ও মিরপুর বধ্যভুমিতে বহু খোঁজাখুঁজি করার পরও তার লাশ পাননি। নিবেদিতপ্রান এই সাংবাদিকের আত্মত্যাগ বাঙ্গালী জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।