মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদবিরোধী, বাল্যবিভাহ ও ইভটিজিং মুক্ত ঘোষনা করা এবং এসব কর্মকান্ডের বিরুদ্বে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসাইনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মোহাম্মদ আলমগীর হোসাইন লৌহজং থানায় যোগদানের পর থেকে এলাকায় কমিউনিটি পুলিশিং সভা-সমাবেশ করা, বিভিন্ন ইউনিয়নে ওপেন হাউজ ডে পালন সহ রাতের আধারে এলাকার বিভিন্ন হাটবাজারে পুলিশী টহল জোরদার নিশ্চিত করেছেন। এ সব পুলিশি কর্মকাান্ডে বিশেষ অবদানের জন্য জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ আলমগীর হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।