নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অনুমোদনবিহীন কেমিক্যালয় সামগ্রী উৎপাদন ও বিপননের দায়ে ওরিসন কেমিক্যাল ও পলিথিন উৎপাদন ও বিপননের দায়ে ভাই ভাই প্যাকেজিংকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা এবং অনুমোদন ব্যতিরেখে ৫৫ মাইক্রোনের নিম্নে পলিথিন উৎপাদন ও বিপননের দায়ে ভাই ভাই প্যাকেজিং কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১ লক্ষ টাকা সহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় বিপুল পরিমান অনুমোদনবিহীন নকল ও ভেজাল কেমিক্যাল পণ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন জব্দ করা হয়।
ওরিসন কেমিক্যাল থেকে ৮ধরণের পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভেজাল ও নকল গ্লাস ক্লিনার, কয়েল, হ্যান্ড ওয়াস, ডিটারজেন্ট, টাইলসহ পাউটার, ডিস্টিল ওয়াটার, চা পাতার প্যাকেট।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান (শিক্ষানবিশ), র্যাব-১১,লক্ষèীপুর কোম্পানি কমান্ডার মো: সালেহ আহমেদ, নোয়াখালী পরিবেশ অধিদপ্তর পরিদর্শক সৌমেন রায়সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।