কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কুমিল্লা জোনের ১১১ তম এজেন্ট ব্যাংককিং শাখা গত সোমবার বিকেলে জোড্ডা রেনেসা ইসলামী একাডেমি মাঠে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্ধোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখা ম্যানেজার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, সুবেদার অবসরপ্রাপ্ত হাজী নুরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন মাস্টার ইলিয়াছ ভূঁইয়া, ওমর ফারুক লিটন, জাহাঙ্গীর আলম মিয়াজী, সাইফুল ইসলাম আজাদ, সোলাইমান বিএসসি, সেলিম প্রমুখ। উদ্ধোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক। শাখাটির এজেন্ট ফখরুল কবির এগ্রো, প্রোপাইটর ফখরুল কবির জহির।