গত সোমবার রাতে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২শ ৫০টি কম্বল উপজেলা সুপার মার্কেট চত্ত্বর ও রেল স্টেশন এলাকার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।