১০ডিসেম্বর গজারিয়া মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ায় হানাদার বাহিনী পরাজিত হয়। সূর্য সন্তানদের প্রতিরোধ আর প্রবল আক্রমণে পাক হায়েনারা রাতের আঁধারে পালিয়ে প্রাণ রক্ষা করে। শত্রু মুক্ত হয় গজারিয়ার মাটি।
দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এস. এম ইমাম রাজি টুলু, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার (আঁিখ)।
এসময় অন্যান্যের আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পদক আবু তালেব ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক,বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন আহমেদ, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসনুর আহমেদ খান জিন্নাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুজ্জামান জিতু খান প্রমূখ।
পরে ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসরের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার