পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারী ভাবে আমন সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরগঞ্জ খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকের নিকট হতে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে চলতি মৌসুমের এই ধান ক্রয়ের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, অন্যানের মধ্যে রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জেসমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নের লোটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে ১৯৯৭ মেঃ টন ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।