নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা বিপ্লবী বেগম রোকেয়ার ১৩৯ তম জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে এ কর্মসূচীর আয়োজন করে বেগম রোকেয়া দীপশিখা পরিষদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, প্রত্যাশা ২০২১ ফোরাম ও ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার নামের ৪টি সংগঠন। মোমবাতি প্রজ্জলন করে উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত ব্যানার্জী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কোডিনেটর সোহেল আহমেদ খান, প্রকৃতি মেডিকপস হাসপাতালের ফিজিওথেরাপিস্ট রজনী খাতুন, এস এম শাহীন হোসেন, কিশোর কুমার কাজল, প্রত্যাশা ২০২১ ফোরামের নুরুজ্জামান বিশ^াস, দোয়েল মুক্ত স্কাউটের পল্লবকুমার মৈত্রসহ ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।