গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হানাদার মুক্ত দিবস পালনের এক আলোচনা সভা অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, সাবেক কমান্ডার ইমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ। আলোচনা পূর্বে একটি বনার্ঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।