'মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’এ প্রতিবাদ্য'কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবসের কর্মসুচিতে আইন সহায়তা কেন্দ্র ফাউণ্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখা, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউণ্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা ও সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি শোভাযাত্রা সহকারে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে এসে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগ দেয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান প্রমুখ।