৭১তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুরের ভা-ারিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ভা-ারিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে “মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতীজ্ঞ যুব সম্প্রদায়” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। সংগঠনের সভাপতি মো. ছগির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভা-ারিয়া থানা কর্মকর্তা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, মুক্তিযোদ্ধা আ.রশিদ মৃধা, এটিএনবাংলার পিরোজপুর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, সংগঠনের নির্বাহী সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠু, সহ সভাপতি কাজী ফজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংবাদিক শঙ্কর জিৎ সমাদ্দার, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যলিতে অংশ নেন।