বিশ^ মানবাধিকার দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসক আবদুল মতিন র্যালীতে নেতৃত্বদেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবদুল মতিন, পৌর মেয়র শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সাধারন সম্পাদক আনিছ মোস্তফা তোতনসহ অন্যন্যরা।