ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে স্থানীয় মৎস্য ভবন চত্বরে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি প্রধান অতিথি হিসেবে ভেড়া বিতরন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্র সরকার,সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলালসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।