ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে। সোমবার সকালে তাদেরকে ফয়লা ও হেলাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ফয়লা গোরস্থান পাড়ার খবির উদ্দীনের ছেলে সুমন ওরফে বিল্লাল (২৫) ও হেলাই গ্রামের ওবাইদুল হকের ছেলে আল বেরুনী (৩০)।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, সুমন ওরফে বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য বিক্রির সময় ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে ফয়লা ক্যাথলিক চার্জ এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল।
অপরদিকে হেলাই গ্রাম থেকে আল বেরুনী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।