ঝিনাইদহ কালীগঞ্জে আবারও মটরসাইকেল চোর সক্রিয়। সোমবার সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ সরকারী ভূষণ স্কুল রোডের ফুড গোডাইনের
সামনে থেকে নিহাল হাসনাইন লিপু নামের এক ব্যবসায়ীর নতুন ১৫০সিসি পালসার মটরসাইকেল যার চেসিস নং- PS4A11CY7JTF-01633 ইঞ্জিন নং- DHYWJC - 82031 মটরসাইকেলটি চোর চক্র চুরিকরে নিয়ে যায়। এব্যপারে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে যার নং- ৪৩৬ তাং- ০৯-১২-২০১৯ নিহাল হাসনাইন লিপু মধুগঞ্জ বাজার এলাকার ওবাইদুল ইসলামের ছেলে।
নিহাল হাসনাইন লিপু জানান, ফুড গোডাউনের সামনে কাওসারের কাঠের ফার্নিচারের সামনে মটরসাইকেলটি রেখে পাশে এক বন্ধুর সাথে কিছু সময় কথা বলে এসে দেখি আমার মটর মাইকেলটি নেই। অনেক খোঁজা-খুঁজি করেও কোথাও পাইনি। এর কয়েকদিন আগে আড়পাড়া গ্রামের মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে একটি মটর সাইকেল চুরি হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, মটরসাইকেল চুরির ব্যপারে থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে। চুরি হওয়া মটরসাইকেটি উদ্ধারের জন্য আমরা প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করছি।