রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবন প্রতিরোধে প্রচার কার্যক্রম পরিচালনায় শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জায়কা) র আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে উদ্ধুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সমাজ সেবা অফিসার রাশেদুজ্জামান।
সভায় বিভিন্ন প্রকার মাদক সেবনের ক্ষতিকর দিক ও ভয়াবহতা নিয়ে আলোচনা করেন গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রমজান আলী, মাকদ সেবনের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক, মাদক রোধে আইন-কানুন ও শাস্তির বিধান নিয়ে আলোচান করেন গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি নৃত্য পদদাস।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।