ঠাকুরগাঁওয়ের হরিপুুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদক বিরোধী ও বাল্য বিবাহ প্রতিরোধ মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। র্যালী শেষে ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর অর্থায়নে যাদুরানী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।
র্যালী ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে মাদক বিরোধী ও বাল্য বিবাহ প্রতিরোধ মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম এবং ২নং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এ.কে.এম সিরাজুল হক, শিক্ষক আলী আকবর, আবু সালেহ মুসা, নুর মোহাম্মদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।