বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৭১তম বিশ^ মানবাধিকার দিবস উদযাপন করা হয়। মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহম্মেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সংস্থার সহ সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, উপজেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক আব্দুল আলীম অভি, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান,তথ্য ও গবেষনা সম্পাদক নাজমুল হাসান,ধর্মীয় সম্পাদক সোহেল মিয়া,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম তপু প্রমুখ। পরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার নির্বাহী কমিটির কর্মকর্তাদের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়।