“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশায় মানবাধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০টায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব ও সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপস্তিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: ইবনে ইমাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আখতার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক সহ কর্মকর্তাবৃন্দ।