শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নোয়াখালীর সেনবাগের কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার আক্তারুজ্জামান ফয়েজী স্বার্ধীন বাংলা সংসদ গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করেছেন। গত ৭ ডিসেম্বর তিনি ঢাকার সেগুন বাগিজাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলায়তনে বাংলাদেশ সুপ্রিমকোটের বিচারপতি সিকদার মুগবুল হকের হাত থেকে ওই এ্যাওয়ার্ড গ্রহন করেন।
স্বার্ধীন বাংলা সংসদের সভাপতি শাহ আলম চুন্নুর সভাপতিত্বে ও সেক্রেটারী এম.এইচ. আরমান চৌধুরীর সঞ্চালনায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন-আজকের সূর্যদয় পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক গেদু চাচা, সাহিত্যিক ও গিতিকার ড.আলী আজ্জম বাবলা, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ,বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।
কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার আক্তরুজ্জামান ফয়েজী জানান, তার মাদরাসাটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। তিনি ২০০০ সালের ৩০ আগস্ট সুপারিটেডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহন করে। এরপর থেকে মাদরাসাটি অগ্রসর হতে থাকে। ২০০৩ সালে শ্রেষ্ঠ প্রধান হন, ২০১৪ সালে শিক্ষা মন্ত্রানালয় থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও ১লক্ষ টাকা পুরস্কার লাভ করেন। এড়াও ১৯৯৮ ও ১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেন। বর্তমানে মাদরাসাটিতে ৫২০ জন ছাত্রছাত্রী অধ্যায়ন করছে। পরীক্ষার ফলাফল শতভাগ। বিগত ২০১৮সালে ৫ শ্রেনীর সমাপনি পরীক্ষায় ১২জন শিক্ষার্থী বৃত্তি ও এসএসসিতে ২জন জিপিএ অর্জন করে।
তিনি আরো জনান,মাদরাসাটিতে ১৪ জন শিক্ষকের পদ থাকলে দুইটি পদ শুন্য রয়েছে এবং মাদরাসাটি ভাউন্ডারি ওয়াল নির্মান হলে শিক্ষার মান আরো উন্নয়ন করা যাবে।