জামালপুরে নারী উন্নয়ন,ক্ষমতায়ন,নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস/১৯ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সারা জেলায় ৮জন জয়িতাকে সম্মাননা সনদ ও ক্রেস প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ৯ ডিসেম্বর সোমবার বিকালে জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক, রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুন নেছা,জামালপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ঝাওগড়া ইউপির চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম হেনা,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম প্রমুখ। বিভিন্ন কেটাগরিতে ক্রেসপ্রদান করা হয় তারা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী হিসাবে কলেজ রোড় সরকারপাড়ার বাসিন্দা আব্দুল ওয়াদুদের স্ত্রী জুলেখা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারি মেলান্দহ পৌরসভার সদারবাড়ী এলাকার বাসিন্দা খলিলুর রহমানের মেয়ে খালেদা বেগম, সফল জননী নারী হিসাবে সরিষাবাড়ি উপজেলা উত্তর সাতপোয়া এলাকার বাসিন্দা মৃত মোমতাজুর রহমানের স্ত্রী বেগম রেজিয়া রহমান, নির্যাতিতা নারীর সাফল্য অর্জনকারি সরিষাবড়ির কামারাবাদ এলাকার নজরুল ইসলামের মেয়ে সাথী খাতুন,সমাজ উন্নয়নে অবদান, মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুদ্দিন আহম্মেদ এর স্ত্রী শবনম মোস্তারী এই ৫জনকে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারি জামালপুর পৌর সভার উত্তর কাচারী পাড়া এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের মেয়ে আরিফুন নাহার, সফল জননী নারী হিসাবে পৌরসভার উত্তর পাথালিয়া এলাকার বাসিন্দা মো.বদরুজ্জামানের স্ত্রী মোছাঃ আম্বিয়া বেগম,নির্যাতিতা নারী সাফল্য অর্জনকারি জামালপুর সদর উপজেলার উত্তর ঘোড়াধাপ এলাকার বাসিন্দা মো. আজহারুল ইসলামের মেয়ে আরজিনা খাতুন এই ৩জন মোট ৮জন জয়িতাকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন সনদ ও ক্রেস প্রদান করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস,সহকারী অধ্যাপক ঝাওলা গোপালপুর কলেজ।