মোল্লাহাটে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশাল বর্ণাঢ্য এক র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ অফিসার ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মোঃ আসগর আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান সজল, মহিলা বিষয়ক অফিসার রুনীয়া আক্তার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস ও সাংবাদিক এস,এম, মিজানুর রহমান প্রমূখ।