নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে র্যালি শেষে ইউএনও,র সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুকুল কুমার মৈত্র। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মারুফ সামদানীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জি, এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার(দপ্তর) শেখ আঃ হান্নান, মোঃ শামসুল আলম প্রমুখ। সভায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। সভায় বক্তারা বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধের চেতনা জাগিয়ে তুলতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। একদিন বাংলাদেশ থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।