গজারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 'জাতীয় অম্বেষণে বাংলাদেশ' জয়িতাদের সংম্বর্ধনা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপর ১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা, মাথাভাঙ্গা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আ: আলিম প্রমূখ।