আসন্ন হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী ইউনিয়নটির বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
স¤পর্কে ইউনিয়নটির প্রয়াত চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর চাচাতো ভাই মমিন আলী জানান, মাহবুবুল হক মজনুর অসমাপ্ত কাজ এবং তার স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে গণসংযোগ করে তিনি এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে ভোট হলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।