রংপুরের পীরগাছায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা নাসির উদ্দিন, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আকলিমা খাতুন, খাদ্য ব্যবসায়ী মোশফেকুর রহমান মিঠু, আমজাদ হোসেন, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম প্রমুখ। এ মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের ৪ হাজার ৫শ ৭জন কৃষকের নিকট থেকে এক হাজার ৪০ টাকা মন হিসেবে ২ হাজার ৫শ ২৪ মেট্রিক টন ধান কেনা হবে।