বেগমগঞ্জ উপজেলার গোপালপুরের তুলাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে সড়ক নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ১৯৩৯ সালে স্থানীয় উজির আলী ও নাজির আলী নামে দুই দাতা সদস্য রেজ্জাকপুর মৌজায় ৩৫৩ নং দাগে ৩ শতক ৩৫৪ নং দাগে ১৮ শতক ও ৩২০ নং দাগে ১১ শতক, সর্বমোট ৩ দাগে ৩২ শতক ভূমি বিদ্যালয়ের নামে রেজিঃ করে দেয়। স্থানীয় মোস্তাফিজুর রহমান ও নুরুদ্দিন সেলিম দাতা সদস্যদের ওয়ারিশ দাবি করে বিদ্যালয় কতৃপক্ষকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে দানকৃত ভূমির উপর রাস্তা নির্মান করে। বিদ্যালয়ের জায়গা দখল করে সড়ক নির্মান করায় এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার কামাল’র সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি ব্যাবস্থা নিবেন বলে জানান।